রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্যের স্ত্রী করোনায় আক্রান্ত
প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২০ ০৩:১২
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:৫৩

দেশে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এবার রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর স্ত্রী রেবেকা সুলতানা (সাজু) মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সংসদ সদস্য কাজী কেরামত আলীর একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতি।
তিনি বলেন, সৃষ্টিকর্তা হয়তো কোনোভাবে আমাদের পরীক্ষা করছেন। তিনি সর্বশক্তিমান, তার দয়া এবং চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে আমার আম্মু শিগগিরই সুস্থ হয়ে বাসায় ফিরবেন বলে আশা করছি।
এ বিষয়ে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, এমপি কাজী কেরামত আলীর স্ত্রী রেবেকা সুলতানা (সাজু) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি গত ১৪ এপ্রিল শনাক্ত হন। বর্তমানে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছেন। সেখানে তার চিকিৎসা চলছে।
সম্পর্কিত বিষয়:
রাজবাড়ী
আপনার মূল্যবান মতামত দিন: