ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে সড়কে, নারী নিহত
প্রকাশিত:
১ জুন ২০২১ ১৭:১২
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০০:০৫

রাজশাহীর বাঘা উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয়ে (৬০) এক নারী নিহত হয়েছেন।
সোমবার (৩১ মে) বিকালে বাঘা বাজারের ডাচ্-বাংলা বুথের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। তবে মঙ্গলবার (০১ মে) সকাল পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
বাঘা বাজারের প্রত্যক্ষদর্শী মিলন আহম্মেদ জানান, বাঘা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি ভ্যান নিয়ে লালপুরের দিকে যাচ্ছিলেন ওই নারী।
ভ্যানটি বাঘা বাজারের ডাচ্-বাংলা বুথের সামনে পৌঁছামাত্র বালুবাহী একটি ট্রাক ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
এতে ভ্যান থেকে সড়কে ছিটকে পড়লে চলন্ত ট্রাকটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই বৃদ্ধ নারী। ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে নিহতের পরিচয় মেলেনি। তার সন্ধানের জন্য বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা করা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: