নিখোঁজ ছাত্রের ভাসমান লাশ উদ্ধার
প্রকাশিত:
২ জুন ২০২১ ২১:৩২
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০০:০৭

বাগেহাটের মোরেলগঞ্জ উপজেলায় নিখোঁজ মাদ্রাসাছাত্র সাকিব মোল্লার (১৬) ভাসমান লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা।
বুধবার (০২ জুন) বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহত সাকিব উপজেলার জামিরতলা গ্রামের দিনমজুর আ. মান্নান মোল্লার ছেলে।
এর আগে মঙ্গলবার (০১ জুন) নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সে স্থানীয় হরতকীতলা আবাসিক হেফজখানার ছাত্র ছিল।
এ বিষয়ে ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানান, নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, সাকিবের মরদেহ উদ্ধার হয়েছে। এখন আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত বিষয়:
পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: