বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


কথা বলার জন্য বন্ধুর বাড়ি নিয়ে সহকর্মীকে ধর্ষণ


প্রকাশিত:
৩ জুন ২০২১ ০০:০৪

আপডেট:
৩ জুন ২০২১ ০০:০৫

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে প্রেমের জেরে বিয়ের কথা বলে বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে সহকর্মীকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে জিসান (২০) নামে এক গার্মেন্টকর্মীর বিরুদ্ধে। এ অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ জুন) রাতে গার্মেন্টকর্মীর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই জিসানকে গ্রেফতার করে বন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃত জিসান বন্দরের জিওধরা এলাকার মো. সোহেল মিয়ার ছেলে।

ভুক্তভোগী তরুণী জানান, তিনি নারায়ণগঞ্জ সদর থানাধীন একটি গার্মেন্টসে কাজ করেন। জিসান তার সহকর্মী। একসঙ্গে কাজ করার সুবাদে জিসান তাকে প্রায়ই বিয়ে ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রথমে আগ্রহ প্রকাশ না করলেও পরে তিনি সাড়া দেন।

গত ১৫ মার্চ রাতে জরুরি কথা আছে বলে জিসান তাকে বন্দরের কল্যান্দী এলাকার তার এক বন্ধুর বাসায় নিয়ে যায়। এরপর সেখানে তাকে ধর্ষণ করে। এ সময় জিসান তাকে সান্ত্বনা দিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু পরে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গার্মেন্টকর্মীর করা মামলায় তার সহকর্মী জিসানকে গ্রেফতার করা হয়েছে।


সম্পর্কিত বিষয়:

পুলিশ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top