রাতের আঁধারে সড়কে প্রাণ গেল ২ যুবকের
প্রকাশিত:
৫ জুন ২০২১ ১৬:৩০
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০০:০৩

নওগাঁর মান্দা উপজেলায় রাতের আঁধারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (০৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের সীমানা ব্রিকসের পাশে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বাদলঘাটা গ্রামের নাজির উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৩৫) ও আফের আলীর ছেলে আলফাজ (৩২)
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সাইদুর রহমান ও আলফাজ একটি অ্যাপাচি আরটিআর-১৫০সিসি মোটরসাইকেল হাওলাদ নিয়ে কুসুম্বায় আসছিলেন।
কাজ শেষে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে কুসুম্বা ইউনিয়নের সীমানা ব্রিকসের পাশে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক সড়কে অজ্ঞাত যানবাহনের সঙ্গে দুর্ঘটনায় তারা রাস্তার পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মান্দা থানার ওসি-তদন্ত মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তারা বাড়ি নিয়ে যায়।
সম্পর্কিত বিষয়:
পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: