মাছবোঝাই পিকআপ উল্টে ব্যবসায়ী নিহত
প্রকাশিত:
৬ জুন ২০২১ ২১:০১
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০০:০৫

বরগুনার আমতলী উপজেলায় মাছবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (০৬ জুন) সকাল ৬টার দিকে আমতলী-পটুয়াখালী মহাসড়কের মহিষকাটা কালভার্ট সংলগ্নস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম মো. জাকির হোসেন (৪৫)। তিনি বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামের শহীদুর রহমানের ছেলে। তিনি সকালে কুয়াকাটা থেকে পিকআপে মাছ নিয়ে (ঢাকা মেট্রো-ন-১৫-৬২৭৪) পটুয়াখালী যাচ্ছিলেন।
পথিমধ্যে আমতলী-পটুয়াখালী মহাসড়কের মহিষকাটা কালভার্টসংলগ্ন স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ সড়কের পাশে উল্টে যায়। এতে মাছ ব্যবসায়ী জাকির পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
ঘটনার পর পিকআপচালক মো. মনু মিয়া পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, পরিবারের দাবির প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: