শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


আক্রান্ত রোগীর এলাকা লকডাউন

মাগুরা জেলায় প্রথম করোনা রোগি সনাক্ত


প্রকাশিত:
২২ এপ্রিল ২০২০ ২২:৪৩

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৭:২৯

ফাইল ছবি

মাগুরায় আজ বুধবার প্রথম একজন করোনা রোগি সনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির বাড়ি সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামে। ৩০ বছর বয়সী ওই গামেন্টস কর্মী গাজীপুর থেকে গত ১৭ এপ্রিল মাগুরায় এসেছেন। প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তির গ্রামটি লকডাউন ঘোষণা করেছে।

মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, মাগুরায় এ পর্যন্ত ১০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগৃহিত নমুনার মধ্যে ৯১ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে মাগুরায় এই প্রথম একজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। ৩০ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি গামেন্টস কর্মী। তিনিসহ একই পরিবারের ৪ জন সম্প্রতি গাজীপুর থেকে মাগুরার নিজ বাড়ি সদরের আঠারখাদা ইউনিয়নের মৃগিডাঙ্গা  গ্রামে এসেছেন। তাদের হোম কোয়ারেন্টাইনে  রাখা  হয়েছিলো। আক্রান্ত ব্যক্তির শরীরে কোন উপসর্গ না থাকলেও মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ গাজীপুর ফেরৎ চার গামেন্টস কর্মীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাবে পাঠানো হয়। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত গ্রামটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

 


সম্পর্কিত বিষয়:

মাগুরা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top