গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
প্রকাশিত:
৯ জুন ২০২১ ১৭:২৬
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২৩:৫৩

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় জার্সি নিট কম্পোজিট নামে এক কারখানায় আগুন লেগে যন্ত্রপাতি পুড়ে গেছে।
আগুনে কারখানাসহ দুটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।
জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ গুদাম পরিদর্শক মো. তাশাররফ হোসেন জানান, মঙ্গলবার (০৮ জুন) মধ্যরাতে কোনাবাড়ি এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে রাত সাড়ে ১২টার দিকে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
“আগুনে কারখানা শেড, যন্ত্রপাতি, সুতা ও মটরসাইকেলসহ বিভিন্ন মাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।”
সম্পর্কিত বিষয়:
অগ্নিকাণ্ড
আপনার মূল্যবান মতামত দিন: