সিলেট ছাড়লেন ব্রিটেনের আরও ১৫৬ নাগরিক
প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২০ ০১:৫২
আপডেট:
২৪ এপ্রিল ২০২০ ০১:৫৩
-2020-04-23-19-51-46.jpg)
করোনা পরিস্থিতিতে আটকে পড়া ব্রিটেনের আরও ১৫৬ নাগরিক বৃহস্পতিবার সিলেট ছেড়েছেন। সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এদিন সকাল ১০টা ৫৪ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা সিলেট ত্যাগ করেন।
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, ব্রিটেনের ১৫৬ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে। সকালে বিমানটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে গত ২১ এপ্রিল প্রথম একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেটে থেকে আরও ১৪৬ জন যাত্রী যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হন। যুক্তরাজ্যের নাগরিকদের নিয়ে তৃতীয় এবং চতুর্থ ফ্লাইটি যথাক্রমে ২৫ এবং ২৬ এপ্রিল ঢাকা ছেড়ে যাবে বলে জানান ওসমানী বিমান বন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।
সম্পর্কিত বিষয়:
সিলেট
আপনার মূল্যবান মতামত দিন: