লাশবাহী অ্যাম্বুলেন্স কেড়ে নিল আরও ২ প্রাণ
প্রকাশিত:
১২ জুন ২০২১ ১৬:৫৬
আপডেট:
১২ জুন ২০২১ ১৮:০০

মানিকগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক নিজেও আহত হয়েছেন।
শনিবার (১২ জুন) সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ পাচুরিয়া (ইন্তাজগঞ্জ বাজার) গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল আলীম (২৬) ও কান্দা শাকরাইল গ্রামের দীনেশ হালদারের ছেলে দীপক হালদার (২৫)।
গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় মোটরসাইকেল ও অ্যাম্বলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাইকের দুই আরোহী। অ্যাম্বুলেন্সটি যশোর যাচ্ছিল বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
সম্পর্কিত বিষয়:
পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: