রাজশাহী মেডিকেলে করোনায় আরও ৪ জনের মৃত্যু
প্রকাশিত:
১২ জুন ২০২১ ১৭:৫৯
আপডেট:
১২ জুন ২০২১ ১৮:৩৬

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত একজন চাঁপাইনবাবগঞ্জের আর উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজন রাজশাহীর বাসিন্দা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৩৬৬ জনের পরীক্ষা হয়েছে। এর মধ্য ১৪৩ জনের করোনায় শনাক্ত হয়েছে। শতাংশের হিসেবে যা ৩৯ দশমিক ৭।
বর্তমানে রামেক হাসপাতালে ২৭০ শয্যায় ভর্তি আছে ২৮৯ জন রোগী। তাদের ১২২ জন রাজশাহীর বাসিন্দা। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ১২০, নাটোর ১৪, নওগাঁর ২৪, পাবনার ৫ ও কুষ্টিয়ার ১ জন ভর্তি আছেন।
২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। যাদের মধ্যে ১৪ জন রাজশাহীর, ৮ জন চাঁপাইনবাবগঞ্জের, ২ জন নাটোরের এবং একজন পাবনার। আর আইসিইউতে ভর্তি আছে ১৮ জন রোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন রোগী।
সম্পর্কিত বিষয়:
করোনা
আপনার মূল্যবান মতামত দিন: