নদীর তীরে শিশুসহ ৩ জনের মরদেহ
প্রকাশিত:
১২ জুন ২০২১ ১৮:৫৩
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০০:০৭

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর তীর থেকে অজ্ঞাত এক নারী ও দুই শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে টেকনাফের হারাংখালীর নাফ নদীর তীর থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, টেকনাফের হারাংখালীর নাফ নদীর তীরে মৃতদেহ পড়ে রয়েছে স্থানীয়রা এমন সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল যায়। এরপর অজ্ঞাত এক নারী ও দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃতদেহগুলোতে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি।
সম্পর্কিত বিষয়:
পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: