দুই হাজার ৭৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত:
১২ জুন ২০২১ ২২:০৪
আপডেট:
১২ মার্চ ২০২৫ ১৭:০৫

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় দুই হাজার ৭৩২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ জুন) সকালে উপজেলার সেনেরচর ইউনিয়নের দক্ষিণকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।
তার নাম মোস্তফা হাওলাদার (৩৮)। তার বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের দক্ষিণকান্দি এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন এসআই মফিজুর রহমান। তিনি জাজিরা থানার ফোর্স নিয়ে সেনেরচর দক্ষিণকান্দি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি পটের মধ্যে কালো টেপ দ্বারা মোড়ানো ২৭৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারীকে আটক করে।
সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে জাজিরা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন চলছে। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, জেলার বিভিন্ন জায়গায় এ মাদক সরবরাহ করতেন তিনি।
সম্পর্কিত বিষয়:
পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: