ধারালো অস্ত্রসহ পাঁচ কিশোর গ্রেপ্তার
প্রকাশিত:
১৩ জুন ২০২১ ১৯:০৫
আপডেট:
১২ মার্চ ২০২৫ ১৬:৫৩

গাজীপুর নগরীর দক্ষিণ ছায়াবিথী আবাসিক এলাকা থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সী পাঁচ কিশোরকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১২ জুন) রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করার কথা জানিয়েছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (গোয়েন্দা) মো. জাকির হাসান বলেন, গ্রেপ্তার সবাই স্থানীয় ‘কিশোর অপরাধী চক্রের’ সদস্য।
“তাদের বিষয়ে তথ্য পেয়ে রাত ৯টার দিকে ছায়াবিথী আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। আটকের পর দেহ তল্লাশি করে তাদের কাছে চাপাতিসহ তিনটি দেশীয় অস্ত্র পাওয়া যায়।”
এ ব্যাপারে গাজীপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
সম্পর্কিত বিষয়:
পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: