সিলেটে মা ও ২ শিশুকে গলা কেটে হত্যা
প্রকাশিত:
১৬ জুন ২০২১ ১৭:০১
আপডেট:
১৬ জুন ২০২১ ১৮:৩০

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুরে মা, ছেলে ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন তাদের বাবাও।
বুধবার (১৬ জুন) সকাল ৮টার দিকে গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— আলিমা (৩২) ও তার ছেলে মিজান (১০) ও মেয়ে তিশা (৩)। আহত বাবার নাম হিফজুর রহমান (৩৬)। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সকালে ঘুম থেকে উঠতে দেরি হওযায় প্রতিবেশীরা ডাকতে গিয়ে তাদের গলাকাটা অবস্থায় দেখতে পায়।
এদের মধ্য বাবা হিফজুরের শ্বাস থাকায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে।
সম্পর্কিত বিষয়:
পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: