বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত ৫, আহত ১৫
প্রকাশিত:
১৫ মার্চ ২০২০ ০১:১৫
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:৪৬

বাগেরহাটের ফকির হাটে বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। শনিবার (১৪ মার্চ) দুপুরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে লাফিজা খাতুন নামের পাঁচ বছরের এক শিশুর নাম জানা গেছে। সে মাদারীপুরের লিয়াকত আলীর মেয়ে। নিহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
ফকিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আলম বলেন, বিকেলে খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রাজিব পরিবহন মূলঘরের কাকডাঙ্গা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসে থাকা নারী-শিশুসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। অপর দুজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আহত ১৫ বাসযাত্রীকে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার পরপর খুলনা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শেষ করার এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
সম্পর্কিত বিষয়:
বাগেরহাট
আপনার মূল্যবান মতামত দিন: