পাবনায় দুর্বৃত্তের গুলিতে চরমপন্থি নেতা নিহত
প্রকাশিত:
২৮ জুন ২০২১ ১৫:৫১
আপডেট:
১২ মার্চ ২০২৫ ২১:২৯

পাবনা সদর উপজেলায় চরমপন্থি দলের আঞ্চলিক নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম বিল্লাল হোসেন (৩৮)।
রোববার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাজারসংলগ্ন জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত বিল্লাল সাদুল্লাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত মো. আব্দুল করিমের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দল সর্বহারা পার্টির স্থানীয় নেতা বলে জানায় পুলিশ।
আতাইকুলা থানার ওসি মো. জালাল উদ্দিন জানান, বিল্লাল পাবনা শহর থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়িতে ফিরছিলেন। বাড়ি পৌঁছানোর আগে তাকে কয়েকজন সন্ত্রাসী ৩-৪টি গুলি করে মৃত্যু নিশ্চিত করে মরদেহ পাটক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
এ ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ওসি বলেন, নিহত ব্যক্তি চরমপন্থি দলের স্থানীয় নেতা ছিলেন। অভ্যন্তরীণ বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। হত্যাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে।
সম্পর্কিত বিষয়:
মোটরসাইকেল
আপনার মূল্যবান মতামত দিন: