গোপালগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত
প্রকাশিত:
১০ জুলাই ২০২১ ১৬:০০
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৯:৫৬

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রাকচাপায় সোহানুর রহমান নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক পুলিশ সদস্য।
শুক্রবার (০৯ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহানুর রহমান এবং আহত নাজমুল হোসেন দু'জনই কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের সদস্য।
কাশিয়ানী থানার এসআই সজিব মণ্ডল জানান, ওই দুই পুলিশ সদস্য ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পে মোটরসাইকেলে রাত্রীকালীন টহলে নিয়োজিত ছিলেন। এসময় ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।
স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহানুরকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
সম্পর্কিত বিষয়:
পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: