রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ফেনীতে চাঁদা না পেয়ে গরু ব্যবসায়ীকে হত্যা


প্রকাশিত:
১৬ জুলাই ২০২১ ১৭:৩৯

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৩:১৯

নিহতের স্বজনের আহাজারি। ছবি-সংগৃহীত

চাঁদা না দেয়ায় ফেনীর সুলতানপুরে শাহ জালাল (২৭) নামে এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে স্থানীয় কাউন্সিলর আবুল কালাম।

আজ শুক্রবার (১৬ জুলাই) ভোররাত ৩টার দিকে সুলতানপুর এলাকার ক্যাডেট কলেজ সংলগ্ন আহসান মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ।

নিহত গরু ব্যবসায়ী শাহ জালাল (২৭) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাগুলি গ্রামের আবদুল জব্বারের ছেলে। সে প্রতিবছর গরু নিয়ে ফেনীতে বসবাস করা চাচাতো ভাইয়ের বাড়িতে থেকে ব্যবসায় করে আসছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গরু ব্যবসায়ী শাহ জালাল বিক্রির জন্য বাড়ির সামনে ১৫টি গরু রাখে। একপর্যায়ে গরুগুলো ছিনতাই করতে স্থানীয় কাউন্সিলর আবুল কালামসহ তার ৩ সহযোগী অস্ত্র নিয়ে ব্যবসায়ী শাহ জালালকে জিম্মি করে। পরে শোর চিৎকার শুনে শাহ জালালের চাচাতো ভাই মোঃ আলামিন ঘরে থেকে বের হয়ে শাহ জালালকে ছেড়ে দেয়ার অনুরোধ করলে তাকেও মারধোর করে। পরে আলামিনের স্ত্রী সুমি কালামের হাতে পায়ে ধরে আলামিনকে ছাড়িয়ে নেয়।

তাৎক্ষণিক ঘটনাটি জানাজানি হলে কাউন্সিলরসহ তার সহযোগীরা ক্ষোভে শাহ জালালকে মোটর সাইকেল যোগে তুলে নিয়ে গুলি করে পার্শ্ববর্তী একটি জমিতে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ফেনী মডেল থানার পরিদর্শক নিজাম উদ্দিন জানান, ঘটনাটি ক্ষতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় জড়িতে সন্দেহে সাগর নামে একজনকে আটক করা হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top