শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


সাতক্ষীরায় দুই এমপিকে হত্যার হুমকি, গ্রেফতার ১


প্রকাশিত:
১১ আগস্ট ২০২১ ১৯:৩১

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৩:১৫

ফাইল ছবি

সাতক্ষীরার দুই সংসদ সদস্য ডা. আফম রুহুল হক (সাবেক স্বাস্থ্যমন্ত্রী) ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আইডি থেকে হুমকি দেয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ওই আইডি চিহ্নিতের পর বুধবার (১১ আগস্ট) তাকে গ্রেফতার করে। সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে রোববার (৮ আগস্ট) দুপুরে ‘আজরায়ি জান নেই’ নামে একটি ফেসবুক আইডি থেকে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. রুহুল হক ও সাতক্ষীরা-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ছবিসহ তাদের দুজনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়। পরে ওই আইডি বন্ধ করে একই প্রোফাইল পিকচার দিয়ে ‘কালিমা মা’ ফেসবুক আইডি খুলে আবারো একইভাবে হুমকি দেয়া হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার (৯ আগস্ট) বেলা ১১টায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার জন্য পুলিশ সুপার ও সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।


সম্পর্কিত বিষয়:

ফেসবুক

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top