শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


সিরাজগঞ্জে পিকআপ-ট্রাক সংঘর্ষ, দুই সেনা সদস্য নিহত


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২১ ১৫:৩৪

আপডেট:
১৭ আগস্ট ২০২১ ১৬:২২

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কোনাবাড়ীতে বঙ্গবন্ধু সেতুর টহল সেনাবাহিনীর একটি পিকআপের সঙ্গে বিপরীতমুখী সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। এতে সেনাবাহিনীর কর্মকর্তাসহ আরো তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল ও হাসপাতালে যান।

নিহতরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নওদা শালুয়া গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে মেহেদী (৪০) ও রাজশাহী জেলার পুঠিয়া থানার ঝলমলিয়া গ্রামের শ্যামল দত্তের ছেলে দীপঙ্কর (২৭)। মেহেদী টাঙ্গাইল বঙ্গবন্ধু সেনানিবাসের ৩৭ এবি রেজিমেন্ট আর্টিলারীর কর্পোরেল ও দীপঙ্কর একই রেজিমেন্টের সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।

আহতরা হলেন- বগুড়া জেলার ধুনট উপজেলার বেলকুচি গ্রামের আব্দুল মজিদের ছেলে ল্যান্স কপোর্রাল ইমরান (৩০), নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বীরকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সেনা সদস্য মাঈনুল (২১) ও সার্জেন্ট ফিরোজ। তার অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, সোমবার (১৬ আগষ্ট) সন্ধ্যা ৭টার দিকে সেনাবাহিনীর একটি টহল ভ্যান হাটিকুমরুল এলাকা থেকে ফিরছিলেন। সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে পাঁচ সেনা সদস্য আহত হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কামারখন্দ ফায়ার সার্ফিসের একটি অ্যাম্বুল্যান্স তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক কর্পোরেল মেহেদী ও সেনা সদস্য দীপঙ্করকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, দুর্ঘটনার আহত ৫ সেনা সদস্যকে এখানে আনা হয়েছিল। এর মধ্যে দুজন মারা গেছেন ও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top