শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


সুবর্ণচরে শ্যুটারগানসহ আটক ৪


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২১ ১৬:৪৬

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৯:০৫

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে ৪ যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী ওয়ান শ্যুটারগান, তিনটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়।

গতকাল রোববার (২২ আগস্ট) রাতে চর মাকসুমুল গ্রামের মেঘনা নদীর পাড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- চর আকরাম উদ্দিন গ্রামের মোশারফ মাঝির ছেলে নাজিম উদ্দিন (২০), একই গ্রামের শাহজাহান ড্রাইভারের ছেলে রুবেল (২২), চর আলা উদ্দিন গ্রামের বাহার উদ্দিনের ছেলে কামরুল (২৫) ও চর মোজাম্মেল গ্রামের আব্দুল হাশেমের ছেলে জসিম উদ্দিন (২৫)।

পুলিশ জানায়, একদল ডাকাত চর মাকসুমুল গ্রামের ওসমান বেপারী বাড়ির পার্শ্ববর্তী মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে স্থানীয় লোকজনের সহযোগিতায় ৪ ডাকাতকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশী ওয়ান শ্যুটারগান, তিনটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top