লাইসকা বিলে নিহত ২২ জনের ১১ জনই চম্পকনগরের
প্রকাশিত:
২৯ আগস্ট ২০২১ ১৬:২২
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০২:৫৩

ব্রাহ্মণবাড়িয়ার লইসকা বিলে নৌ-দুর্ঘটনায় নিহত ২২ জনের মধ্যে ১১ জনের বাড়িই চম্পকনগর ইউনিয়নে। একসাথে এত মানুষের মৃত্যুর জন্য ট্রলারের চালক ও ঘাট ব্যবস্থাপকদের দুষছেন স্থানীয়রা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরইমধ্যে কাজ শুরু করেছে তদন্ত দল। মামলার পর গ্রেপ্তার হয়েছে পাঁচজন।
চম্পকনগরের একেকটি বাড়ি যেন এখন শোকের সাগর। যে শোকের কোনো ভাষা নেই আছে আবদার, স্বজন ফিরে পাবার।
বুকের মানিক-রতনকে শেষ বিদায় জানানোর পর ডুকরে কাঁদছেন একেকজন। আর্তনাদে ভারী এখানকার পরিবেশ।
শুক্রবারের মর্মান্তিক নৌ দুর্ঘটনায় একসাথে এত মানুষের মৃত্যুর জন্য স্থানীয়রা দুষছেন. ট্রলার চালক ও ঘাট ব্যবস্থাপকদের।
শনিবার লইসকা বিল থেকে শিশু নাশরার মরদেহ তোলার পর, আর কারো নিখোঁজের খবর না থাকায় সমাপ্তি টানা হয়, উদ্ধার কাজের।
নৌদুর্ঘটনার তদন্ত কাজ শুরু করেছে, জেলা প্রশাসনের কমিটি।
শুক্রবার বিকেলে বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে সদরের আনন্দবাজার ঘাটে যাচ্ছিলো ট্রলারটি। লইসকা বিলে একটি বালুবোঝাই নৌযানের সাথে সংঘর্ষে ডুবে যায় এটি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: