রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


উদ্ধার হলো ডুবে যাওয়া সেই ট্রলার


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২১ ২২:২১

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০২:৫১

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লইস্কার বিলে দুর্ঘটনাকবলিত ট্রলারটি অবশেষে উদ্ধার করা হয়েছে। তিনদিন পর উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। উদ্ধারকৃত ট্রলারে আর কোন মরদেহ পাওয়া যায়নি।

রোববার (২৯ আগস্ট) সকালে ফায়ার সার্ভিসের একটি টিমের সহায়তায় উদ্ধারকারী দলটি নদীর তলদেশ থেকে ক্রেনের মাধ্যমে ট্রলারটি উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, গত শুক্রবার দুর্ঘটনার পর পর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করে এবং ২২ জনের মরদেহ উদ্ধার করে। এরপর সকালে ২০ টনের একটি চেইন কাপ্পারের মাধ্যমে এটি পানির নীচ থেকে উপরে উঠানো হয়। এর নীচ বা কোথাও আর কোন মরদেহ খুঁজে পাওয়া যায়নি।

জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন জানিয়েছেন, পর্যন্ত এখন ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকালে লইস্কার বিলে বালুবাহী ট্রলার ও যাত্রীবোঝাই ট্রলারের মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ ২২ জন নিহত হয়। এ ঘটনা ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নিহতদের পরিবারের পক্ষ থেকে ৭ জনকে আসামী করে বিজনগর থানায় মামলা করা হয়েছে।

এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top