রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


কুমিল্লায় খন্দকার মোশতাকের বাড়িতে হামলা


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২১ ১৯:২৫

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৯:৫৮

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের গ্রামে বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার বাড়ির সামনে কুশপুত্তলিকা দাহ করা হয়।

মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন বলেন, গত পাঁচ বছর ধরে ৩১ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়ির পাশে দশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের উদ্যোগে তার প্রতি ঘৃণা প্রদর্শন সভা হয়ে থাকে।

বেলা সাড়ে ১১টার দিকে ওই সভা থেকে কিছু লোক তার বাড়িতে ইটপাটকেল ছুড়ে এবং বাড়ির সামনে কুশপুত্তলিকা দাহ করে।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আন্দোলনরত নেতা-কর্মীদের শান্ত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top