গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২১ ১৯:৫২
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২০:২১

গাজীপুরের পূবাইলের মাজুখান এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ আগুন লেগেছে। রোববার (০৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানিয়েছেন, আগুন নেভানোর চেষ্টা চলছে। আরও ফায়ার সার্ভিসের কর্মীরা আসছেন। তবে, এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে, পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: