রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


কুমিল্লায় গভীর রাতে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যা


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২১ ১৫:৫৩

আপডেট:
৬ সেপ্টেম্বর ২০২১ ১৯:৫৪

পল্লী চিকিৎসক বিল্লাল হোসেন ও তার স্ত্রী সফুরা বেগমকে শ্বাসরোধ হত্যার অভিযোগ। ছবি : সংগৃহীত

কুমিল্লা সদর উপজেলায় পল্লী চিকিৎসক ও তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল রোববার (০৫ সেপ্টেম্বর) মধ্যরাতে পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর এলাকায় মীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুবর্ণপুরের পল্লী চিকিৎসক বিল্লাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৬)। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) কমল কৃষ্ণ ধর।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার মধ্যরাতে বৃষ্টির সময় ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত তাদের ঘরে প্রবেশ করে। এ সময় বিল্লাল ও তার স্ত্রীর হাত-পা বেঁধে স্ট্যাম্পসহ কিছু প্রয়োজনীয় কাগজপত্র খোঁজ করেন। কাগজপত্র না দেওয়ায় তাদের শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারপর তারা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় শনাক্ত করতে পারেনি পরিবার।

পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ‘ধারণা করছি তাদের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পুলিশসহ পিবিআই ও সিআইডি টিম বিষয়টি তদন্ত করছে।’

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, ‘শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাদের। পরিবার সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্ত শেষ মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top