বাগেরহাটে ভ্যানচালককে গলাকেটে হত্যা
প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২১ ২২:২৫
আপডেট:
১৮ মার্চ ২০২৫ ২১:৩২

বাগেরহাটের মোল্লাহাটে মনির শেখ (২৫) এক ভ্যানচালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামে শাসন উত্তর পাড়ার একটি নির্মাণাধীন ফাঁকা বাড়িতে তাকে গলাকেটে হত্যা করা হয়। পরে তার মরদেহ রাস্তার ওপর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে
নিহত ভ্যানচালক চুনখোলা ইউনিয়নের শাসন পূর্বপাড়া গ্রামের মজির শেখের পুত্র।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস জানান, রোববার সকালে স্থানীয় লোকজন গ্রামের পাকা রাস্তার ওপর গলাকাটা একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, গতকাল শনিবার গভীর রাতে কোনো এক সময়ে দুর্বৃত্তরা ভ্যানচালকের গলাকেটে হত্যার পর লাশ পাশের রাস্তার ওপর রেখে গেছে। রাস্তার পাশে একটি নির্মাণাধীন বাড়ির মধ্যে নিয়ে তাকে হত্যা করা হয়। ওই বাড়ি থেকে হত্যার বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। তবে তাকে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: