রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


৪ সন্তানসহ মায়ের বিষপান, মৃত্যু নিশ্চিতে ঘরে আগুন


প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২১ ০০:১৯

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৯:৫০

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জেরে ৪ সন্তানসহ মা মাহমুদা বেগম জুসের সঙ্গে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তারা এখন জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আবিরনগরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর শহরের কলেজ রোডের বাংলাদেশ মেডিকেল নামের ফার্মেসির মালিক নাদিম মাহমুদ ও তার স্ত্রী মাহমুদা বেগমের পারিবারিক কলহ চলে আসছে। এতে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত।

এর জেরে মাহমুদা ঘরের দরজা বন্ধ করে ৩ ছেলে ও ১ মেয়েকে জুসের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান। এ সময় নিজেও (মাহমুদা) বিষপান করেন। পরে মৃত্যু নিশ্চিত করতে পুরো ঘরে তিনি কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি।

এ সময় সন্তানদের নিয়ে তিনি বাথরুমে অবস্থান নিয়েছেন। শিশুদের চিৎকার ও ঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে আশপাশের মানুষ জড়ো হয়ে দরজা ভেঙে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

চার সন্তান হলো জুলহাস (১০) মর্তুজা (৭) আরমান (৫) ও মেয়ে পান্না (৬)। মাহমুদার মেয়ে পান্না জানিয়েছে, তার মা রাতে সবাইকে জুস খাইয়েছে। এরপর কী হয়েছে সে বলতে পারবে না বলে জানায়।

নাদিম মাহমুদ বলেন, স্ত্রীর কারণে আমাকে অশান্তিতে থাকতে হয়। সে সবসময় আমাকে টাকার চাহিদা দেখায়। প্রায়ই সন্তানদের নিয়ে আত্মহত্যার হুমকি দিত স্ত্রী। হঠাৎ সন্তানদের নিয়ে সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।

হাসপাতালের চিকিৎসক ডা. কমলাশীষ জানান, বিষক্রিয়া নিয়ে মা-সন্তানদের হাসপাতালে চিকিৎসা চলছে। তাদের আশঙ্কামুক্ত হতে ৭২ ঘণ্টা সময় অপেক্ষা করতে হবে।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top