রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


নোয়াখালীতে মাকে কুপিয়ে জখম, পালক ছেলেসহ গ্রেফতার ৩


প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২১ ০০:৩৭

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৯:৫০

ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাকে কুপিয়ে জখমের অভিযোগে পালক ছেলে মো. রুবেলসহ (২০) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাতে বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার রুবেল বসুরহাট পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের মো. মুকবুল আহমদের ছেলে। বাকিরা হচ্ছেন- একই এলাকার সিরাজ উল্যাহর ছেলে মো. সালাহ উদ্দিন (২২) ও মো. ইউসুফের ছেলে মো. ইউনুস (২১)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, রাত পৌনে ১টার দিকে শোকেসের চাবি চেয়ে না পেয়ে পারুল আক্তার (৫০) নামের এক নারীকে বঁটি দিয়ে কুপিয়ে আহত করে তার পালক ছেলে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আহত নারীর স্বামী মো. মুকবুল আহমদ রাতেই মামলা করেছেন। পরে মো. রুবেলসহ তিনজনকে গ্রেফতার করা হয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top