গাজীপুরে ৩০ লাখ টাকার হেরোইনসহ আটক ১
প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২১ ১৮:২৬
আপডেট:
২৩ সেপ্টেম্বর ২০২১ ২২:৪৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক এলাকা থেকে বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে ৯টার দিকে ৩০ লাখ টাকা সমমূল্যের হেরোইনসহ মোবারক হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল আলম।
সাইফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আন্ধারমানিক এলাকার আব্দুস সালামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় আসামি মোবারকের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
তাকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: