চাঁদপুরে একাদশ শ্রেণির ৩ ছাত্রী করোনায় আক্রান্ত
প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২১ ০০:৩১
আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৬:০৩

চাঁদপুরের কচুয়া উপজেলার ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের একাদশ শ্রেণির ৩ শিক্ষার্থীর করোনা আক্রান্ত হয়েছে।
কলেজ কতৃপক্ষ অভিভাবকদের ডেকে এনে তাদেরকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে পাঠায়।
আক্রান্তরা হলেন- আকলিমা আক্তার, ফাতেমা আক্তার নিশি, জান্নাত আক্তার। বুধবার (২২ সেপ্টেম্বর) তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর আগে, সোমবার কলেজ ছাত্রীনিবাসের ৫০ শিক্ষার্থীর করোনা পরীক্ষা করানো হয়।
কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম জানান, তিন শিক্ষার্থীর করোনা শনাক্ত হওয়ার পর মাধ্যমিক উচ্চ শিক্ষা শিক্ষা অধিদপ্তর (মাউশি)’র নির্দেশে বৃহস্পতিবার কলেজ ছাত্রীনিবাস বন্ধ করে দেওয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: