শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


চার জেলায় সড়ক দূর্ঘটনায় নিহত ১০


প্রকাশিত:
২৯ মে ২০২০ ০৩:১৬

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৮

ফাইল ছবি

দেশের চার জেলায় এক নারী ও এক মেডিকেল কলেজের ছাত্রসহ ১০ জনের প্রাণহানি হয়েছে। এরমধ্যে মুন্সীগঞ্জে মাইক্রোবাসের নিয়ন্ত্রন হারিয়ে তাপবিদ্যুত কেন্দ্রের তিন শ্রমিক, ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় এক মেডিকেল কলেজের ছাত্রসহ তিনজন, দিনাজপুরে ট্রাক্টর-পাগলুর সংঘর্ষে এক নারীসহ তিনজন এবং পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। জেলাভিত্তিক খবর-

মুন্সীগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মাইক্রোবাসের নিয়ন্ত্রন হারিয়ে তিনজন নিহত ও ৮ জন আহত হয়েছে। উপজেলার বাউশিয়া পাখি পয়েন্ট মোড়ে মেঘনা-গোমতী সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-গাইবান্ধার আব্দুল জব্বারের ছেলে মো. কাফি (৩৫), আব্দুল কুদ্দুসের ছেলে আলম বাদশা (২৫) ও ইদু মিয়ার ছেলে ইমরান (২২)। আহতদের মধ্যে ৪ জনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকী ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়েছে। নিহতরা সবাই কক্সবাজারের মহেশখালী তাপবিদ্যুত কেন্দ্রের শ্রমিক।

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় রাস্তার উপর হেলেপড়া গাছের সঙ্গে দুর্ঘটনায় জীবন গেল এক মেডিকেল ছাত্রের। পারদখলপুর নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় শামসুজ্জামান দিপু (২২) নামে এক মেডিকেলের ছাত্র নিহত হয়েছে। নিহত দিপু দখলপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে, ফরিদপুর মেডিকেল কলেজে এমবিবিএস অধ্যয়নরত ছিল। জেলার কোটচাঁদপুর উপজেলায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল বাশার মিরণ (৫০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। কোটচাঁদপুরের খালিশপুর-সাবাদারপুর সড়কে গোবিন্দপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাশার মিরণের বাড়ি যশোর জেলায় । সদর উপজেলার হলিধানীতে ট্রাক চাপায় আকবর আলী (৫৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর: চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা ধানবোঝাই ট্রাক্টরকে পাগলুর ধাক্কায় তিনজন নিহত এবং চালকসহ অপর দুইজন যাত্রী আহত হয়েছে। দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজার সংলগ্ন মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন যাত্রী হলেন, চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চকগোবিন্দ গ্রামের হানিফের ছেলে সালেহীন (১৬) ও একই ইউনিয়নের চম্পাতলী বাজারের মন্ডলপাড়ার মৃত বছিরউদ্দিনের ছেলে আজগর আলী (৫০)। আহত এক নারী বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মৃত্যুবরণ করেন।

পাবনা: সুজানগর-পাবনা সাব সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কৃষ্নতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনাস্থলেই অনিক মাহামুদ (৩২) নামক এক যুবকের মৃত্যু হয়। অনিক সুজানগর পৌর মসজিদপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। দুর্ঘটনায় আহত অপর তিনজনের মধ্যে ১ জনের অবস্থার অবনতি হলে প্রথমে সুজানগর এবং পরে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top