মমেক হাসপাতালে করোনায় গত ২৪ ঘন্টায় আর ৪ মৃত্যু
প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২১ ১৬:১৩
আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:৫৯

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা ইউনিটে আইসিউতে ১৩ জনসহ হাসপাতালের মোট ১২৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৩০ জন। সুস্থ হয়েছেন ১৬ জন।
এদিকে, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ২৭৬টি নমুনা পরীক্ষা করে ২৯ জন করোনা শনাক্ত হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: