বুধবার, ১৯শে মার্চ ২০২৫, ৫ই চৈত্র ১৪৩১


নোয়াখালীর দৃষ্টিহীন শিক্ষার্থীর স্বপ্নপূরণ করলেন জেলা প্রশাসক


প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২১ ০৫:১৩

আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:৪৭

সংগৃহীত

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাহি জি চৌধুরীকে একটি ল্যাপটপ উপহার দিয়েছেন নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খোরশেদ আলম খান।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে তার হাতে ল্যাপটপটি তুলে দেওয়া হয়। এসময় ল্যাপটপ হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মোহাম্মদ রাহি জি চৌধুরী।

রাহি বলেন, ‘আমার প্রতিবন্ধকতার পথচলায় একটি ল্যাপটপের স্বপ্ন ছিল, যা আজ জেলা প্রশাসক পূরণ করলেন। এ উপহার আমার অনেক উপকারে আসবে। এজন্য জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

জানা গেছে, নোয়াখালী সেনবাগের বাসিন্দা মোহাম্মদ রাহি জি চৌধুরী দৃষ্টিহীন হয়েও আপন শক্তিতে এগিয়ে চলেছেন। এরই মধ্যে তার একটি কাব্য প্রকাশিত হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top