সাভারে অপহরণের ৪ ঘণ্টা পর মাদরাসাছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১১
প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২১ ০৫:২৭
আপডেট:
২৭ সেপ্টেম্বর ২০২১ ০৫:৪০

সাভারের আশুলিয়ায় অপহরণের ৪ ঘণ্টা পর মাদরাসাছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। সেই সাথে অপহরণে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-মিলন হোসেন হৃদয়, আরিফ, মেহেদী হাসান, সোহাগ খান, আবু হাসনাত, শাওন ইসলাম, আজম আলী, সুমন ইসলাম, রবিন, জামালপুরে আব্দুল আহাদ ও খুলনার মো. রাজু।
র্যাব-৪ সূত্রে জানা গেছে, শনিবার ভুক্তভোগী শিক্ষার্থী মাদরাসায় যাওয়ার পথে কয়েকজন তরুণ আশুলিয়া থেকে তাকে অপহরণ করে। তারা ছুরি দেখিয়ে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে উপজেলার গাজিরচট আড়িয়ারার মোড় এলাকার একটি নির্মাণাধীন ভবনে আটকে রাখে।
পরে অপহরণ চক্রের আরও কয়েকজন সেখানে যায়। তারা মদপান করে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। পরে ভুক্তভোগী ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এসময় ১১ জনকে মাদক ও অস্ত্রসহ আটক করে র্যাব।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, ‘তাদের বিরুদ্ধে অপহরণের মামলা হয়েছে। মামলায় গ্রেফতার আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন।’
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: