লালমনিরহাটের তিস্তা ব্যারাজ পয়েন্টে গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২১ ১৪:৩২
আপডেট:
২৭ সেপ্টেম্বর ২০২১ ১৪:৪২

লালমনিরহাটের তিস্তা (দোয়ানী) ব্যারাজ পয়েন্টে আব্দুল মালেক নামের একজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, ঘটনাটি রবিবার (২৬ সেপ্টটেম্বর) রাত ৯টার দিকে ঘটেছে। আব্দুল মালেক দোয়ানী এলাকায় বসে ছিলেন। পিছন থেকে আঘাত করে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।
লালমনিরহাট জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মালেকের পরিবারের সাথে কথা বলে তদন্ত করা হচ্ছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) মরদেহ মর্গে পাঠানো হবে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: