বুধবার, ১৯শে মার্চ ২০২৫, ৫ই চৈত্র ১৪৩১


বেনাপোলে বাংলাদেশি ৪ পাসপোর্টসহ ভারতীয় নাগরিক আটক


প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩০

আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:৪২

সংগৃহীত

বেনাপোল ইমিগ্রেশন এলাকা থেকে সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশি চারটি পাসপোর্টসহ আজগর আলী নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

তিনি ভারতের ২৪ পরগনার খিদিরপুর ফেন্সি মার্কেট এলাকার বাসিন্দা।

বেনাপোল এনএসআইয়ের উপ-পরিচালক ফরহাদ হোসেন বলেন, সন্দেহবশত আজগর আলীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বাংলাদেশি চারটি পাসপোর্ট আছে বলে জানান। পাসপোর্টগুলো তাকে বেনাপোল এলাকার রাসেল নামের এক যুবক দিয়েছেন।

আটক আজগর আলী বলেন, পাসপোর্টগুলো দিয়ে ভারতে নিয়ে কুরিয়ার করার জন্য বলেছেন ওই যুবক। কুরিয়ার খরচ ও ব্যাঙ্গালুরুর ঠিকানা ধরিয়ে দেন আমাকে।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব বলেন, একজনের পাসপোর্ট অন্যজন বহন করা অপরাধ। আর ভারতীয় নাগরিক সেটি বহন করে নিয়ে যাচ্ছেন। আটক ভারতের নাগরিককে বেনাপোল থানায় পাসপোর্টসহ হস্তান্তর করা হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top