বুধবার, ১৯শে মার্চ ২০২৫, ৫ই চৈত্র ১৪৩১


নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার, আটক ১


প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২১ ১৫:৩৩

আপডেট:
১৯ মার্চ ২০২৫ ১২:৫১

ছবি-সংগৃহীত

নওগাঁর আত্রাইয় উপজেলার কালীকাপুর ইউনিয়নের মদনডাঙ্গা গ্রামের নয়ন প্রামানিকের বাড়ি থেকে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৩৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এসময় আটক করা হয় নয়ন প্রামাণিক নামে একজনকে।

জানা যায়, মঙ্গলবার চালের ডিলার শফিকুল ইসলাম ১০ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উপকারভোগীদের মাঝে বিক্রি করেন। পরে উপকারভোগীদের কাছ থেকে ওই চাল পুনরায় কিনে নয়ন প্রামানিকের বাড়িতে রাখেন মদনডাঙ্গা গ্রামের লায়েব উল্লার ছেলে ব্যবসায়ী জাফর।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাদিমের সহায়তায় পল্লী উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন ওই বাড়িতে অভিযান চালায়। এসময় নয়নের ঘরে মজুদ করে রাখা ৩০ কেজি ওজনের ৩৩ বস্তা চাল জব্দ করা হয়।

পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে চালের বস্তাগুলো থানায় নিয়ে যান। এছাড়া আটক করা হয় নয়ন প্রামানিককে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ বস্তা চাল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top