পদ্মায় অর্ধ শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত ৩
প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২১ ২২:২২
আপডেট:
৩০ সেপ্টেম্বর ২০২১ ০৩:৩৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে ৫০-৬০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবির ঘটনায় নিহত তিন জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়া ১৫ জনকে জীবীত উদ্ধার করা হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
চরপাকা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক অবস্থায় আশপাশের নৌকার মাঝিরা উদ্ধার কাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে চেয়্যারমান আরও বলেন, ‘শিবগঞ্জ উপজেলার দুর্ভলপুরের বগলাউড়ী এলাকার নদীর ঘাট থেকে পদ্মার ওপারে যাওয়ার সময় দশরশিয়া এলাকায় গিয়ে নৌকাটি ডুবে যায়। অতিরিক্ত মাল বোঝাইয়ের জন্য এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে নৌকায় থাকা সব যাত্রী চরপাকা এলাকার বাসিন্দা।’
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: