বাগেরহাটে বন্ধ থাকবে প্রি-পেমেন্ট মিটারে রিচার্জ
প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২১ ০১:১৩
আপডেট:
৩০ সেপ্টেম্বর ২০২১ ০৩:২৮

জরুরীভিত্তিতে মিটারের সার্ভার স্টেশন স্থানান্তরের জন্য ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লি. (ওজোপাডিকো) এর বাগেরহাট পৌরসভা এলাকার গ্রাহকদের প্রি-পেমেন্ট মিটারে রিচার্জ বন্ধ থাকবে ৩ দিন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জানিয়েছেন ওজোপাডিকো বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মনজুল কুমার স্বর্ণকার।
মনজুল কুমার স্বর্ণকার জানান, জরুরীভিত্তিতে মিটারের সার্ভার স্টেশন স্থানান্তরের কাজ চলছে। এই কারণে ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ওজোপাডিকো, বাগেরহাটের আওতাধীন সব প্রি-পেমেন্ট মিটারের রিচার্জ বন্ধ থাকবে।
এই সময়ে কোনো মিটারে রিচার্জ করা যাবে না। তাই ৩০ সেপ্টেম্বরের মধ্যে গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জ করে রাখার অনুরোধ করা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: