ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৪৯ কেজির বাঘাইড়
প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩৮
আপডেট:
৩০ সেপ্টেম্বর ২০২১ ২০:১৪

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ৪৯ কেজির বিশালাকৃতি একটি বাঘাইড় মাছ জালে ধরা পড়েছে উপজেলার ঘুঘুমারি সুখের বাতি এলাকার এক জেলের জালে।
মঙ্গলবার ধরা পড়া বাঘাইড়টি প্রথমে ৯৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও হাত ঘুরে দাম উঠে ১ হাজার ৩০০ টাকা কেজি পর্যন্ত।
জানা যায়, জেলের কাছ থেকে প্রথমে মাছটি কিনে নেন উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরটারী জেলে পাড়া গ্রামের মাছ ব্যবসায়ী বাবলু দাস। বুধবার তিনি মাছটি কেজিতে ৫০ টাকা লাভে পাইকারী দামে বিক্রি করেন উপজেলার সবুজ পাড়া এলাকার মাছ ব্যবসায়ী লাল চানের কাছে। পরে লাল চান মাছটি ১২শ থেকে ১৩শ টাকা কেজি দরে স্থানীয় বাজারে বিক্রি করেন।
রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনজুরুল ইসলাম মঞ্জু সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: