মমেকে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু
প্রকাশিত:
১ অক্টোবর ২০২১ ১৬:৫৯
আপডেট:
১৯ মার্চ ২০২৫ ১৫:১৯

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সাতজনসহ করোনা ইউনিটে মোট ১১৭ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।
অন্যদিকে, জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ২৭৫ টি নমুনা করে ৬ জন করোনা শনাক্ত হয়েছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: