শামীম হক ফরিদপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত
প্রকাশিত:
২ অক্টোবর ২০২১ ১৭:১৫
আপডেট:
৩ অক্টোবর ২০২১ ০২:০৯

ফরিদপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ক্রীড়া সংগঠক, আবাহণী ক্রীড়া চক্রের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামীম হক। তার প্যানেলের সবাই নির্বাচিত হয়েছেন।
আগামী তিন বছর তাদের কমিটি ফুটবল উন্নয়নে কাজ করবে বলে আশা করা হচ্ছে। ফরিদপুরে গত এক বছরে করোনা কারণে সব ধরনের খেলাধুলা বন্ধ হয়েছিল। সম্প্রতি সে অবস্থা অনেকটা কেটে উঠেছে এবং নিয়মিত খেলাধুলা হচ্ছে।
সে ক্ষেত্রে এই কমিটি ফরিদপুরে ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আশা করা হচ্ছে। নির্বাচিত অন্যান্য সদস্যবৃন্দ হচ্ছেন সহ-সভাপতি এ এস এম আহসান তুহিন ও মোঃ খায়ের মিয়া, কোষাধক্ষ্য কামরুজ্জামান কামরুল। অন্যান্য সদস্যরা হচ্ছেন ইদ্রিস খান, শেখ নুরুল ইসলাম, মাসুদুর রহমান চুন্নু, আজাদ হোসেন, অমরেশ সাহা, এ এস এম হাসিবুল আমিন সিদ্দিকী লিপন, দীপক কুমার মজুমদার, আশুতোষ গুহ।
সম্পর্কিত বিষয়:
আবাহণী
আপনার মূল্যবান মতামত দিন: