রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


দেশে তত্ত্বাবধায়ক সরকার আর কখনো হবে না: হানিফ


প্রকাশিত:
২ অক্টোবর ২০২১ ২২:৫৮

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৩:১৬

ছবি-সংগৃহীত

বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আর কখনো হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শনিবার (২ অক্টোবর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত জেলা আ‘লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, দেশের সর্বোচ্চ আদালত থেকে এ রায় ঘোষণা করা হয়েছে। দেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে না। নির্বাচনে অংশ নেয়া বা না নেওয়া যেকোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার।

তিনি বলেন, আমরা চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে দলকে নির্বাচিত করবে এটাই প্রত্যাশা।

চাঁদপুর জেলা আ‘লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ রিয়াদের সভাপতিত্বে ও আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলালের সঞ্চালনায় আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আ‘লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, সদস্য তোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তমসহ কেন্দ্রীয় ও জেলা আ‘লীগের নেতারা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top