নাটোরে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার
প্রকাশিত:
৫ জুন ২০২০ ১৮:৪৮
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:৪৯

নাটোরের সিংড়া উপজেলা যুবলীগ নেতা আবুল বাশার ওরফে আশিককে ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১২ এর একটি দল।
মাদক আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার রাতে তাকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়।
জানা গেছে, গ্রেফতারকৃত আশিক উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক ও সিংড়া উপজেলার ৩ নম্বর ইটালী ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের আওয়ামী লীগ কর্মী আহসান হাবীবের ছেলে।
সিংড়া থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া পৌর শহরের পাড়া জয়নগর এলাকা থেকে ইয়াবাসহ যুবলীগ নেতা আবুল বাশার ওরফে আশিককে আটক করে র্যাব-১২ এর একটি দল। পরে রাতে র্যাব সদস্যরা ১৯৫ পিস ইয়াবাসহ তাকে থানায় হস্তান্তর করে।
আপনার মূল্যবান মতামত দিন: