শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময়
মির্জাপুরে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও-এসিল্যান্ড
প্রকাশিত:
৫ অক্টোবর ২০২১ ২২:৩৬
আপডেট:
৬ অক্টোবর ২০২১ ১৫:৪৪

টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় এবং বরাটিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন তারা।
এসময় ইউএনও এবং এসিল্যান্ড উক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শনে গিয়ে পাঠদান কার্যক্রম ও স্বাস্থ্যবিধি প্রতিপালন তদারকি করেন তারা। এছাড়াও কোমলমতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের উর্ধ্বতন এই দুই কর্মকর্তা।
মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, করোনা সংকট কাটিয়ে দীর্ঘ বিরতির পর স্কুল-কলেজ খোলায় শিক্ষার্থীরা ক্লাসমুখী হয়েছে। নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আকস্মিক বিদ্যালয় পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: