ফরিদপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
প্রকাশিত:
৫ অক্টোবর ২০২১ ২২:৪৫
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:৫২

"শিক্ষা পুনরুদ্ধারে কেন্দ্রবিন্দুতে শিক্ষক" এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখা এর উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাদিরদী ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাকশিস এর সাবেক সভাপতি অধ্যাপক মিজানুর রহমান মানিক। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, আলফাডাঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ মোসাহেব হোসেন ঢালী, আবুল কাশেম, মাহবুবুর রহমান, ডক্টর বিমল কুমার বিশ্বাস, আবুল কালাম আজাদ, আবুল কাশেম প্রমূখ।
সভায় সকল শিক্ষাব্যবস্থা জাতীয় করনের জন্য সরকারের নিকট দাবী জানান বক্তারা। এছাড়াও সরকারি-বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন, শিক্ষকদের উপযুক্ত সম্মানী এবং সম্মান দেওয়ার দাবী জানানোর পাশাপাশি আগামী দিনের বিভিন্ন কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর মুসলিম মিশনের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন।
আপনার মূল্যবান মতামত দিন: