ময়মনসিংহ মেডিক্যালে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু
প্রকাশিত:
৯ অক্টোবর ২০২১ ১৮:৩০
আপডেট:
৯ অক্টোবর ২০২১ ১৯:০৩

মহামারি করোনাভাইরাসের উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ জন।
শনিবার (৯ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
মহিউদ্দিন খান মুন বলেন, বর্তমানে হাসপাতালের আইসিইউতে ৪ জনসহ মোট ৮৯ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।
আপনার মূল্যবান মতামত দিন: