গাজীপুরের সাফারি পার্কে পশ্চিম আফ্রিকার দু’জাতের ৩৫ পাখি
প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২১ ১৬:৫৯
আপডেট:
২০ মার্চ ২০২৫ ০৪:২২

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়েছে পশ্চিম আফ্রিকার দুটি জাতের ৩৫টি পাখি। এর মধ্যে ৩০টি পাখি সুস্থ রয়েছে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বুধবার (১৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১১ অক্টোবর) দিবাগত রাতে পাখিগুলো এ পার্কে আনা হয়।
তবিবুর রহমান জানান, বাংলাদেশ বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ইউনিটের মাধ্যমে এ পার্কে পাখিগুলো আনা হয়েছে। আমদানি করা পাখিগুলো পার্কের ভেতরেই কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ঢাকার একটি আমদানিকারক প্রতিষ্ঠান সম্প্রতি দুই হাজারের বেশি পাখি আমদানি করে।
এর মধ্যে ৫৮টি পাখির অনাপত্তি সনদ না থাকায় সেগুলো হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে খালাসের অনুমতি পায়নি। কাস্টমসের তত্ত্বাবধানে থাকাকালে প্রচণ্ড গরম ও হঠাৎ প্রতিকূল পরিবেশের কারণে প্রায় অর্ধেক সংখ্যক পাখি মারা যায়। তবে পার্কে আনার পর ৩০টি পাখি সুস্থ রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: